নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তির আবেদনের প্রথম পর্ব শেষ হয়েছে ২৭ অক্টোবর। এতে ১০৪০ টি আসনের বিপরীতে ৩ টি ইউনিটে মোট আবেদন পড়েছে ৩২ হাজার ৮৭ টি। বিশ্ববিদ্যালয়ের মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩১ জন শিক্ষার্থী।
বি-ইউনিটের অধীনে- কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের মোট ৮ টি বিষয়ের ৪৫০ টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়ছে ১৭ জন করে। অর্থাৎ মোট আবেদন পড়েছে ৭ হাজার ৯০৭ টি।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটে মোট ৫ হাজার ৫৪৮ টি আবেদন পড়েছে। চারটি বিষয়ের মোট ২৪০ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ২২০ টি। সে হিসেবে সি-ইউনিটে প্রতি আসনের জন্য লড়ছে ২৩ জন করে শিক্ষার্থী।
Discussion about this post