নিজস্ব প্রতিবেদক
দেশের সেরা কলেজগুলোর মধ্যে অন্যতম একটি হলো রাজধানীর নটর ডেম কলেজ। ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের(খিষ্ট্রান মিশনারি) দ্বারা পরিচালিত কলেজটি বরাবরই থাকে শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষায় মানসম্মত পাঠদান ও কৌশল, পড়াশোনার সুন্দর পরিবেশ, নিয়মিত ক্লাস ও পরীক্ষা, নিয়ম-শৃঙ্খলা এবং প্র্যাক্টিকাল(ব্যবহারিক) নির্ভর পাঠদানের কারণে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবসময়ই শীর্ষ অবস্থানে থাকে কলেজটির শিক্ষার্থীরা।
ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষা হবে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে। আর মানবিকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তথ্য-প্রযুক্তি এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, হিসাববিজ্ঞান, তথ্য-প্রযুক্তি বিষয়ে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
লিখিত পরীক্ষায় দু’ধরনের প্রশ্ন করা হয়; সাধারণত প্রশ্ন করা হয় এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্ন আকারে। সেজন্য পাঠ্যবইয়ে দখল রাখতে হবে খুঁটিনাটি বিষয়গুলোতেও। সেইসাথে গুরুত্বপূর্ণ টপিক ভালো ভাবে পড়ার পাশাপাশি ধারনা রাখতে হবে উদাহরণ ও অনুশীলনীতেও। ভালো প্রস্তুতি সম্পন্ন করতে পারলে কোনো কোচিং ছাড়াই শিক্ষার্থীরা সুযোগ পাবে মেধাবীদের সাথে লড়ার।
প্রসঙ্গত, নটরডেম কলেজ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ৫০০ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ৪০০ জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)তে ৫০০ এর অধিক আসনই নটরডেমের মেধাবীদের দখলে।
Discussion about this post