নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন ১৯ শিক্ষার্থী। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আবেদন করেছেন ৩১ হাজারের বেশি শিক্ষার্থী।
জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিট মিলে ৩১ হাজার ৪৪১ জন আবেদন করেছেন। আবেদনকৃতদের মধ্যে ফি পরিশোধ করেছেন ২৯ হাজার ৩১৬ জন।
অন্যদিকে এবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাত্র ১৯ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে। বিশ্ববিদ্যালয়টিতে আবেদন কম হওয়ায় ইউনিট ভিত্তিক তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।
Discussion about this post