নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শেষ হয়েছে। প্রথম মেধাতালিকার ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে অর্ধেকেরও বেশি আসন এখনো খালি রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে জবিতে মোট আসন রয়েছে দুই হাজার ৭৬৫টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮৮ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ১ হাজার ৪৭৭টি আসন খালি রয়েছে।
শনিবার (১২ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন জবির আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।
তিনি বলেন, শনিবার বিকাল পর্যন্ত ১২৮৮ জন আবেদন ফি এবং কাগজপত্র জমা দিয়ে তাদের ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করেছেন। এছাড়া ভর্তি ফি জমা দিয়েও আরও ১২ জন শিক্ষার্থী সার্টিফিকেটগুলো জমা দেয়নি। কাগজপত্র জমা না দিলে তাদের ভর্তি বাতিল হয়ে যাবে বলেও জানান তিনি।
Discussion about this post