নিজস্ব প্রতিবেদক
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ১২৮ জন। বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ২০০টি। ফলে ৭২ টি আসন ফাঁকা রয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় সম্পন্ন হয় ১ম মেধাতালিকার ভর্তি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তির আবেদন ফি জমা দিলেও কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করেছেন ১২৮ জন। এর মধ্যে অর্থনীতি বিভাগে ২৫ জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২৪ জন, সমাজবিজ্ঞান বিভাগে ৪৫ জন ও বাংলা বিভাগে ৩৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তবে ১ম মেরিটের ভর্তি শেষে ইউনিট ভিত্তিক ভর্তির তথ্য এখনো জানা যায় নি। এছাড়াও ২য় মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য সময়ের বিষয়ে ও কোন তথ্য জানা যায় নি।
Discussion about this post