নিজস্ব প্রতিবেদক
ইসলামিক স্টাডিজ বিভাগে ২ বছর মেয়াদি প্রফেশনাল মাস্টার্স করার সুযোগ দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।আগ্রহীরা বিভাগের সপ্তম ব্যাচে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
কোর্সের বিবরণ:
কোর্সের মেয়াদ: ২ বছর
সেমিস্টার: ৪ টি
কোর্স সংখ্যা: ২০ টি
আবেদন ফি: ১,০০০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক (অনার্স/পাস) অথবা ফাযিল অথবা সমমান ডিগ্রী এবং সকল পরীক্ষায় নূন্যতম সিজিপিএ ২.২৫ হতে হবে।
আবেদনের সময়সীমা: ০১ নভেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২২ আবেদন ফরম সংগ্রহ করে জমা দেওয়া যাবে।
ভর্তি পরীক্ষা: ০২ ডিসেম্বর ২০২২, শুক্রবার ১০টা।
লিখিত: সকাল ১০ টা থেকে ১১ টা
মৌখিক: বেলা ২ টা
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইন এবং সরাসরি দুইভাবেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে। (অনলাইনে গুগল ফরম পূরণের জন্য প্রথমে ০১৮২৪৭৯৯৫৩০ (বিকাশ/নগদ পারসোনাল) নম্বরে ১০২০/- টাকা সেন্ড মানি করে লিংকে গিয়ে ফরম পূরণ করতে হবে।)
এছাড়া সরাসরি আবেদন করতে ইসলামিক স্টাডিজের অফিস সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আবেদন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://jnu.ac.bd/dept/portal/web/islamic_studies
Discussion about this post