নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের নিয়মিত এমবিএ প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৩৫ জন এতে ভর্তির সুযোগ পাবেন। চার সেমিস্টারে এই ডিগ্রি শেষ হবে। তবে বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করা ছাত্রদের তিন সেমিস্টারে শেষ হবে এই ডিগ্রি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির আবেদনের জন্য ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রিধারী হতে হবে। কোন পর্যায়ের পরীক্ষাতেই তৃতীয় শ্রেণি বা সিজিপিএ ২.৫০ এর নিচে থাকা যাবে না।
ভর্তি হওয়ার জন্য ১০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর মধ্যে ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা, ২০ মৌখিক এবং এসএস, এইচএসসি ও স্নাতকের ওপর ৩০ নম্বর থাকবে। আবেদনের ফি এক হাজার ৫০০ টাকা। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১৮ ডিসেম্বর আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা হবে ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। মৌখিক পরীক্ষা হবে ২৭ ডিসেম্বর। ফলাফল প্রকাশ করা হবে ২৮ ডিসেম্বর। উত্তীর্ণ প্রার্থীদের ভর্তি হতে হবে ২৯ ডিসেম্বর। ক্লাস শুরু হবে ১ জানুয়ারি থেকে।
বিস্তারিত বিজ্ঞপ্তি এবং ভর্তি আবেদনের ফরম পেতে এখানে ক্লিক করুন।
Discussion about this post