নিজস্ব প্রতিবেদক
আগামী ১৮ মার্চ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । ভর্তি পরীক্ষার জন্য যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৯ মার্চ।
আজ বুধবার (৮ এপ্রিল) এমআইএসটির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২ মার্চ পর্যন্ত। আর ৯ এপ্রিল থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। দুই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা। আর বি (বি+এ) ইউনিটে আবেদন ফি এক হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন-
Discussion about this post