নিজস্ব প্রতিবেদক
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক ও স্নাতক (সম্মান) ১ম বর্ষ শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ১৫ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। আর চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত করা যাবে।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি ) রাবির ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত মতে , এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ৪ শিফটে অনুষ্ঠিত হবে।
ভর্তির জন্য আবেদন যোগ্যতা-
বিজ্ঞান শাখায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮ থাকতে হবে। জিসিই ঙ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং অ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ই ও ৩টি বিষয়ে কমপক্ষে ঈ গ্রেড পেতে হবে।
মানবিক শাখায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ থাকতে হবে।
বাণিজ্য শাখায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
এছাড়া ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরমও পূরণ করতে হবে।
এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য কাটা যাবে ১ নম্বর ।
ভর্তির জন্য তিনটি ইউনিটে নির্ধারিত বিষয় –
এ (মানবিক) ইউনিট- কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।
বি (বাণিজ্য) ইউনিট- বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট।
সি (বিজ্ঞান) ইউনিট- বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।
রাবি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি-২০২৩
Rajshahi University Admission Exam Will held on Seat wise. So Before Every Unit Exam Date, The Authority Will Published Admission Exam Seat Plan 2/3 Days Before. So All Unit Wise RU Honors Admission Seat Plan Will be Found Here.
RU Admission Test Will Held on Last of 29 to 31 March 2023. Before Admission Test Authority Will Publish Rajshahi University Seat Plan. After Complete RU Admission Test Collect Rajshahi University C Unit Result and Rajshahi University b Unit Result.
Rajshahi University Admission Result Will be Found Here. Authority Will Announce The Admission Test Result Soon. When Authority Announce RU Admission Test Result, We Will Update Here.
RU Admission Requirements:
1. Applicants who passed SSC or equivalent in 2019 and HSC or equivalent in 2021/2022
2. Applicants who passed SSC before 2019, they are not eligible for application;
Rajshahi University Admission Requirement Details
Group |
Minimum Requirement |
From Science |
Candidates must have total GPA 8.00 with fourth subject in SSC and HSC level exams. |
From Humanities |
Candidates must have total GPA 7.00 with fourth subject in SSC and HSC level exams. |
From Business |
Candidates must have total GPA 7.50 with fourth subject in SSC and HSC level exams. |
Discussion about this post