নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা কলেজে স্নাতোকোত্তর (মাস্টার্স) শেষ পর্বে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ২০২১-২০২২ শিক্ষবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধুমাত্র ঢাকা কলেজ থেকে অনার্স পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র হতে হবে।
দুপুরে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধুমাত্র ঢাকা কলেজ থেকে ২০২১, ২০২০ ও ২০১৯ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমএ, এমএসএসএ এবং এমএসসি শেষপর্ব নিয়মিত কোর্সে ভর্তির কার্যক্রম আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে।
ভর্তির কার্যক্রম আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। এই তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি সম্পন্ন করতে পারবেন। ভর্তি ফির টাকা নগদ, বিকাশ, রকেট ও উপায়’র মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত তারিখের মধ্যেই জমা নেওয়া হবে।
ভর্তির যোগ্যতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধুমাত্র ঢাকা কলেজ থেকে ২০২১, ২০২০ ও ২০১৯ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীরাই ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এ ছাড়া বিভাগ থেকে ২০২১ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা কলেজের আইসিটি বিভাগে পাঠানোর জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Discussion about this post