নিজস্ব প্রতিবেদক
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি বৃদ্ধি করেছে সরকার। ৩ লাখ ২৪ হাজার টাকা বেড়ে নতুন ফি হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা। অর্থাৎ এবার ভর্তি ফি ১৭ শতাংশ বাড়িয়েছে সরকার।
এছাড়া এবার ইন্টার্নশিপ বাবদ ১ লাখ ৮০ হাজার টাকা (অপরিবর্তিত) ও টিউশন ফি বাবদ মাসে ১০ হাজার টাকা খরচ হবে।
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপ-সচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন আদেশ জারি হয়।
নিচে প্রজ্ঞাপনটি দেয়া হলো-
Discussion about this post