শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্র ২০২২ (২০২২-২৩) শিক্ষাবর্ষে ৯ টি ভাষা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১২ মার্চ ২০২৩ ইং তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
কোর্স সমূহ নিচে দেয়া হলো:
১। কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ (মেয়াদ – ৬ মাস)
২। ইংলিশ ফর প্রফেসনাল পারপাস (মেয়াদ- ৬ মাস)
৩। জুনিয়র সার্টিফিকেট কোর্স ইন জ্যাপনিজ ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)
৪। সার্টিফিকেট কোর্স ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)
৫। সার্টিফিকেট কোর্স ইন জার্মান ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)
৬। জুনিয়র সার্টিফিকেট কোর্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)
৭। সার্টিফিকেট কোর্স ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)
৮। সার্টিফিকেট কোর্স ইন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)
৯। সার্টিফিকেট কোর্স ইন সংস্কৃতি ল্যাঙ্গুয়েজ (মেয়াদ- ৫ মাস)
আবেদনের যোগ্যতা: আগ্রহীদের এইচএসসি পাস হতে হবে।
আসন সংখ্যা: প্রতি কোর্সে ৪০
Discussion about this post