নিজস্ব প্রতিবেদক
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবেদনের সময়কাল
আগামী ১৫.০৩.২০২৩ তারিখ দুপুর ১২টা থেকে ২৭.০৩. ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে।
চূড়ান্ত আবেদনের সময়সীমা প্রথম দফায় ০৯-০৪-২০২৩ থেকে ১৫-৪-২০২৩ তারিখ পর্যন্ত; দ্বিতীয় দফায় ১৭-০৪-২০২০ থেকে ১৯-৪-২০২৩ তারিখ পর্যন্ত; তৃতীয় দফায় ২৬-০৪-২০২৩ থেকে ২৯-০৪-২০২৩ পর্যন্ত; এবং চতুর্থ দফায় ০১-০৫-২০২০ থেকে ০২-০৫-২০২৩ তারিখ পর্যন্ত।
প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২,০০০ (বায়াত্তর হাজার) জন এবং বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
ভর্তি পরীক্ষা
২৯, ৩০ ও ৩১ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে এখানে দেখুন
Discussion about this post