শিক্ষার আলো ডেস্ক
আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষ ভর্তিতে অনলাইনে আবেদন শুরু হবে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। গতবারের থেকে এবার আবেদন ফি ১০০ টাকা বৃদ্ধি করে ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে । এবারের পরীক্ষায় ২০২১ সালের উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন।
জেনে নিন ইউনিটভিত্তিক যোগ্যতা ও আসন সংখ্যা-
‘এ’ ইউনিটের অধীনে রয়েছে ৪টি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ।
আসন সংখ্যা-১২১৪টি।
আবেদনের ন্যূনতম যোগ্যতা : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (চতুর্থ বিষয়সহ) মিলিয়ে মোট জিপিএ ৮.২৫। গত বছর ছিল ৮.০০। মাধ্যমিকে ন্যূনতম ৪ ও উচ্চমাধ্যমিকে ৪ থাকতে হবে।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ সব গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মানবিক বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ লাগবে ৮.০০।
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে রয়েছে মোট ১৩টি বিভাগ
আসনসংখ্যা-(নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগ ছাড়া) মোট ১২২১টি। সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীদের আলাদাভাবে বি-১ ইউনিটে আবেদন করতে হবে। এই উপ-ইউনিটে মোট সাধারণ আসন ১২৫টি।
আবেদনের ন্যূনতম যোগ্যতা : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (চতুর্থ বিষয়সহ) মিলিয়ে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য লাগবে জিপিএ ৮.০০।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট সাধারণ আসন ৪৪২টি। বিভাগ রয়েছে ৬টি।
আবেদনের ন্যূনতম যোগ্যতা : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.০০।
‘ডি’ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন সব গ্রুপের শিক্ষার্থীরাই । এখানে সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের অধীনে থাকা আইন বিভাগ, ব্যবসায় প্রশাসনের অনুষদের সব বিভাগ রয়েছে। এ ছাড়া আছে জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ।
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত ডি-১ উপ-ইউনিটে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই আলাদাভাবে আবেদন করতে হবে।
Discussion about this post