নিজস্ব প্রতিবেদক
আজ শেষ হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য আবেদন প্রক্রিয়া ।গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষায় পাস করতে পরীক্ষার্থীকে পেতে হবে ন্যূনতম ৩০ নম্বর। আর প্রতি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।
বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ইউনিট-এ, ইউনিট-বি ও ইউনিট-সি-তে আবেদন করতে পারবে। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য জানতে পারবেন।
অনলাইনে ভর্তির আবেদন শেষে আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ,৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশিত হবে।গুচ্ছ ভর্তির আবেদনের জন্য কোনো ধরনের সময়সীমা বৃদ্ধি করা হয় না। ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থী একটি মাত্র কেন্দ্র পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা। পছন্দকৃত কেন্দ্র চূড়ান্ত করার পর তা পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র জিএসসি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই যোগ্যতা থাকা সাপেক্ষে পছন্দকৃত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।
Discussion about this post