শিক্ষার আলো ডেস্ক
২০২৩ শিক্ষাবর্ষে সামার টার্মে কোর্স ক্রেডিট পদ্ধতির অধীনে এমএস ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)। আগামী ৩ মে থেকে আবেদন শুরু হয়ে চলবে ২১ মে ২০২৩ ইং পর্যন্ত।
মেধার ভিত্তিতে নির্বাচিতদের তালিকা-২৮/০৫/২০২৩ ইং
নির্বাচিতদের ভর্তি- ৩০/০৫/২০২৩ ইং
ভর্তিকৃত ছাত্রদের ওরিয়েন্টেশন ও ক্লাস-০৪/০৬/২০২৩ ইং
এমএস বিষয়সমূহঃ কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন ; এগ্রোমেটেরিওলজি; কৃষিতত্ত্ব; বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং; ফসল উদ্ভিদবিদ্যা ; এনভাইরনমেন্টাল সায়েন্স; কীটতত্ত্ব; ফুড ইঞ্জিনিয়ারিং; কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন; উদ্যানতত্ত্ব ; সেচ ও পানি ব্যবস্থাপনা; উদ্ভিদ রোগতত্ত্ব; মৃত্তিকা বিজ্ঞান; বীজ বিজ্ঞান ও প্রযুক্তি; অ্যাকোয়াকালচার; ফিশারিজ বায়োলজি এন্ড অ্যাকোয়াটিক এনভাইরনমেন্ট; ফিশারিজ ম্যানেজমেন্ট; ফিশারিজ টেকনোলজি; জেনেটিক্স অ্যান্ড ফিশ ব্রিডিং; অ্যানাটমি; অ্যানিম্যাল সায়েন্স; ডেয়রি সায়েন্স, পোল্ট্রি সায়েন্স; মেডিসিন; প্যাথলজি; ফার্মাকোলজি; ফিজিওলজি; সার্জারি; থেরিওজেনোলজি; কৃষিবনায়ন ও পরিবেশ ।
পিএইচডি বিষয়সমূহঃ কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন; কৃষিতত্ত্ব; ফসল উদ্ভিদবিদ্যা; এনভাইরনমেন্টাল সায়েন্স; কীটতত্ত্ব; কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন; উদ্যানতত্ত্ব; উদ্ভিদ রোগতত্ত্ব; মৃত্তিকা বিজ্ঞান; বীজ বিজ্ঞান ও প্রযুক্তি; ডেয়রি সায়েন্স; কৃষিবনায়ন ও পরিবেশ।
বিস্তারিত নিচে বিজ্ঞপ্তিতে দেয়া হলো-
Discussion about this post