শিক্ষার আলো ডেস্ক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আটটি অনুষদ এবং ২৩টি ডিগ্রির জন্য এবারে সর্বমোট এক হাজার ৫২৫টি আসন রয়েছে। এছাড়াও অতিরিক্ত ৮০টি আসন বিদেশি শিক্ষার্থীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি কমিটি ২০২৩-এর সচিব অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এবার বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে দেশের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। অপরদিকে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.০০ করে মোট ৬.৫০ ও ৬.০০ থাকতে হবে।
এক্ষেত্রে জিএসটি ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩৫ নম্বর পেতে হবে। তবে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ৩০ নম্বর পেতে হবে। এছাড়াও অন্যান্য তথ্য ও শর্তসমূহ দেখতে ক্লিক করুন এখানে ।
Discussion about this post