শিক্ষার আলো ডেস্ক
২০২৩ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) সামার সেশনে ভর্তি চলছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://acmp.iba-du.edu) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: বুধবার, ৩১ মে ২০২৩ইং।
আবেদনের যোগ্যতা:
এসিএমপি (ACMP) ৪.০ আইটি অথবা আটিইএস (IT/ITES) শিল্পের ব্যবস্থাপনা পেশাদারদের জন্য এই প্রোগ্রমাটি সাধারণত ডিজাইন করা হয়েছে। অন্যান্য শিল্পে কর্মরত আইটি পেশাদাররাও আবেদন করতে পারবেন।
১। শিক্ষার যেকোনো ক্ষেত্রে ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ সিজিপিএসহ স্নাতক ডিগ্রী থাকতে হবে।
২। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ৫.০০ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
৩। এইচএসসির পরিবর্তে ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে চাইলে আইবিএ বিভাগে যোগাযোগ করতে হবে;
৪। আইটি/আইটিইএস ইন্ডাস্ট্রিতে এক্সিকিউটিভ হিসেবে অথবা স্নাতক শেষ করার পর অন্য শিল্পে আইটি/আইটিইএস এক্সিকিউটিভ হিসেবে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।।
কোর্সের বিশেষ দিক :
১।কোর্সটি সফলভাবে সমাপ্ত হলে অংশগ্রহণকারীদের এমডিপি, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে।
২। ১২০ ঘণ্টা,৩ মাস ক্লাস হবে। সপ্তাহান্তে বা সপ্তাহের দিন (গুলি) সন্ধ্যায় ব্যক্তিগতভাবে এবং/অথবা অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।
৩। আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অনুষদ সদস্য এবং আইটি/আইটিইএস শিল্পের প্রধানরা ক্লাস পরিচালনা করবেন।
Discussion about this post