শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষের দেশের গুচ্ছভূক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ জুন থেকে। এবার কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৮টি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০ টায় কৃষি গুচ্ছের উপাচার্যদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, ‘আজকের সভায় ৫ আগস্ট কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামী ১ জুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ভর্তির আবেদন গ্রহণ চলবে ১০ জুলাই পর্যন্ত।
Discussion about this post