শিক্ষার আলো ডেস্ক
এবার বেসরকারি মেডিকেল ভর্তিতে বাধ্যমূলক হচ্ছে ডোপ টেস্ট ( শরীরে কোন নির্দিষ্ট মাদকের উপস্থিতির নির্ণায়ক পরীক্ষা )। এছাড়াও দেশে প্রথমবার অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে।
আজ সোমবার (২৯ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ৪ অথবা ৫ জুন ২০২২-২৩ শিক্ষাবর্ষের বেসরকারি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তির আবেদন-গ্রহণ করা হবে সাতদিন। আবেদন-গ্রহণ শেষে ৭২ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের মেডিকেল কলেজ নির্ধারণ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে।
ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন জানান, বেসরকারি মেডিকেলে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে। এবার আমরা তা তদারক করবো। মেডিকেল কলেজগুলোকে শিক্ষার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট সংরক্ষণ করতে বলা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। পূর্বে ৪০ নম্বর পেলেই বেসরকারি মেডিকেল ভর্তির যোগ্য বলে বিবেচনা করা হত। তবে এবার সেই পদ্ধতি বাতিল হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে কেবল ৪০ পেলেই হবে না, মেধাক্রমে থাকতে হবে ৩৪ হাজারের মধ্যে।
Discussion about this post