শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সকল ইউনিটে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ সম্পর্কিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিস্তারিত নির্দেশনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে ভর্তিযোগ্য (উত্তীর্ণ ও মেধাক্রমপ্রাপ্ত) শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী তথ্যের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম দিতে পারবে। আগামী ১৮ জুন বিকেল সাড়ে ৩টা থেকে ৬ জুলাই রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত দেওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের জন্য কেবলমাত্র একটি বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম একজন শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে। ইউনিটভিত্তিক আলাদাভাবে ফরম পূরণ করার প্রয়োজন নেই। ফরম পূরণের সর্বশেষ তারিখ পর্যন্ত একজন শিক্ষার্থী একাধিক ফরম পূরণ করতে পারবে তবে তাদের মধ্যে একটি গ্রহণ করা হবে।
Discussion about this post