শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবিক ও কলা অনুষদের ফলে প্রথম হয়েছেন সিসরাত জাহান ! তিনি কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার বাড়ি কুড়িগ্রামে। এমন সাফল্যে খুশি সারা কুড়িগ্রামের মানুষ।
এর আগে গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফলেও প্রথম হন তিনি।‘বি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৯৩ দশমিক ২৫ পেয়েছেন তিনি। তার রোল নম্বর ৩০৯১৪৭, কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সিসরাত জানান, “প্রথম হওয়ার খবর প্রথমে বাবাকে, তারপর মাকে জানাই। আমার প্রথম লক্ষ্য ছিল ভালো নম্বর অর্জন করে উত্তীর্ণ হওয়া। ”
আইন বিভাগে পড়ার আগ্রহ বেশি সিসরাতের। তবে ইংরেজিও রয়েছে পছন্দের তালিকায় ।
Discussion about this post