শিক্ষার আলো ডেস্ক
২০২৩–২৪ শিক্ষাবর্ষে ফল সেমিস্টারে শিক্ষার্থী ভর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি বিষয়ে প্রফেশনাল মাস্টার্স (পিএমআইসিএস) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন শেষ হবে আগামী ১৬ জুলাই।
লিখিত পরীক্ষা ২১ জুলাই বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল পরদিন ২২ জুলাই প্রকাশ করা হবে।
প্রফেশনাল মাস্টার্সের এ কোর্সে সফটওয়্যার সিকিউরিটি, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি ফান্ডামেন্টালস, ডিজিটাল ফরেনসিক, অ্যাপ্লায়েড ক্রিপ্টোগ্রাফি, সাইবার সিকিউরিটি আইন ও নীতিসহ আরও কিছু বিষয়ে পড়ানো হবে। লিখিত পরীক্ষা দিয়ে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রফেশনাল মাস্টার্সে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৩ সেমিস্টারের এ কোর্সের ফি ৩ লাখ ৭৪ হাজার টাকা।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখতে ক্লিক করুন-
Discussion about this post