শিক্ষার আলো ডেস্ক
আগামী ৫ আগস্ট গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৩ জন শিক্ষার্থী। গত সোমবার (১০ জুলাই) গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময় শেষ হয়েছে।
ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা তিন হাজার ৫৪৮টি। এর বিপরীতে ৮৪০৫১ টি আবেদন জমা পড়লেও নির্দিষ্ট আবেদন ফি পরিশোধ করেছেন মোট ৮১২১৯ জন ভর্তিচ্ছু। গতবারের চেয়ে আবেদন সংখ্যা বেড়েছে ২০৭২টি, পাশাপাশি বেড়েছে ৯ টি আসন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়াই করবেন ২২.৮৯ জন শিক্ষার্থী।
এবার ৮ টি মুল কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। ৮টি মুল কেন্দ্র হলো- বাকৃবি কেন্দ্র ,বশেমুরকৃবি কেন্দ্র , শেকৃবি কেন্দ্র, সিকৃবি কেন্দ্র, হকৃবি কেন্দ্র, সিভাসু কেন্দ্র, পবিপ্রবি কেন্দ্র ও খুকৃবি কেন্দ্র।
এছাড়াও ৩টি উপকেন্দ্রের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির আসন বিন্যাস বিষয়ক উপকমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মাসুদ আলম।
এছাড়াও বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৫ জুলাই কৃষি গুচ্ছের ওয়েবসাইটে পূর্ণ আসন বিন্যাস প্রকাশিত হবে।
Discussion about this post