শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসের শেষ দিকে প্রকাশ করা হতে পারে। এবারও জিপিএ নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বুধবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।
আরও পড়ুন-এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন ৬০ হাজারের বেশি
তিনি বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি নিয়ে আমরা এখনো কোনো সভা করিনি। তবে ডিসেম্বরের শুরুতে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হতে পারে। এছাড়া ডিসেম্বরের শেষ দিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবারও আগের নিয়মে শিক্ষার্থী ভর্তি করানো হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএ নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে । আলাদা করে আর কোনো পরীক্ষা আয়োজন করা হবে না।
Discussion about this post