শিক্ষার আলো ডেস্ক
আগামী ৫ মার্চ ২০২৪ ইং থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ও ৭ মার্চ । আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়া যাবে।
এছাড়াও গত বছরের ন্যায় এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে পরবর্তীতে জানানো হবে।
আরও পড়ুন-বিইউপি ভর্তি পরীক্ষা ১৯ ও ২০ জানুয়ারি
ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের অধীনে ‘সি’ ইউনিট, মানবিক অনুষদের অধীনে ‘এ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাবিতে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অংশ নেওয়ারও সুযোগ থাকছে।
Discussion about this post