শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৯ জন ভর্তিচ্ছু। এবার ৫ হাজার ৩৮০ আসনের বিপরীতে এক লাখ চার হাজার ৪৪ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করবে । সেই হিসাবে আসনপ্রতি প্রায় ১৯ জন অংশ নেবেন।
আজ বুধবার (২৪ জানুয়ারি) রাত ১২ টা পর্যন্ত টাকা জমা দেওয়ার সময় বাকি থাকায় আবেদন সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, এবার এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য এক লাখ চার হাজার ৪৪টি আবেদন পড়েছে। যেহেতু টাকা জমা দেওয়ার এখনো সময় বাকি আছে, তাই হয়তো আরও অল্প কিছু বাড়তে পারে।’
আরও পড়ুন-বিইউপি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। সে হিসেবে প্রায় ১৯ জন আসনপ্রতি লড়বেন। আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে অংশ নেবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসনপ্রতি প্রায় নয়জন পরীক্ষায় বসবেন।
Discussion about this post