ফারজানা ইয়াসমিন
আজ বিশ্ব পরিবেশ দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনে ৫ জুনকে জাতিসংঘ পরিবেশ দিবস হিসাবে ঘোষণা দেয়। দিবসটি র্যারি, সভা, আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি নানামুখী কার্যক্রমের মাধ্যমে পালিত হয়। তবে পরিবেশ দিবস কেবল দিবস পালনেই সীমাবদ্ধ রয়েছে। সারা বছর পরিবেশ নিয়ে আমাদের কোনোরকম আগ্রহ থাকে না। আমরা ভুলে যাই পরিবেশের ভারসাম্য রক্ষা করার কথা।
গত ৮ এপ্রিল ব্লুমবার্গ নিউজে প্রকাশিত হয় বাংলাদেশর জন্য একটি উদ্বেগজনক খবর। সেখানে বলা হয়েছে, স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি নির্দিষ্ট অংশ থেকে বিশাল আকারে মিথেন গ্যাস নিঃসরণ হচ্ছে বলে চিহ্নিত করা হয়েছে। স্টেফেন জারমেন বলেছেন, গত ১৭ এপ্রিল তাদের হুগো স্যাটেলাইট দেখিয়েছে যে, এ মুহূর্তে ঢাকার মাতুয়াইল ময়লার ভাগার থেকে প্রতি ঘণ্টায় ৪০০০ কেজি মিথেন গ্যাস উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে।
তিনি আরও বলেছেন, মাতুয়াইল মিথেন গ্যাস নিঃসরণের বড় একটি উৎস, কিন্তু একমাত্র উৎস নয়। আরও কী কী উৎস রয়েছে তা খুঁজে বের করার জন্য তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন। অথচ মিথেন গ্যাসকে আমরা কাজে লাগাতে পারি। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে স্বল্প খরচে খুব সহজেই ডাস্টবিনের ময়লা-আবর্জনা এবং জৈব বর্জ্য দ্বারা বায়োগ্যাস, বিদ্যুৎ ও জৈব সার উৎপাদন করা সম্ভব। তবে সেক্ষেত্রে অবশ্যই বায়োটেকনোলজি ও ইটিপি প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে।
আমরা যা করি, তার সরাসরি প্রভাব পড়ে পরিবেশের ওপর। তাই আমরা কী করছি তা নিয়ে যেন একটু চিন্তা করি। পরিবেশটা আমাদের, তাই পরিবেশ রক্ষা করাটাও আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। আসুন নিজে সচেতন হই, অপরকে সচেতন হতে সাহায্যের হাত বাড়িয়ে দিই।
ফারজানা ইয়াসমিন : প্রাবন্ধিক
Discussion about this post