প্রকৌশলী রিপন কুমার দাস
পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে ৩৪টি টেকনোলজি বর্তমানে চালু থাকলেও দীর্ঘ ২৫বছর পূর্বে চালুকৃত ৩১টি টেকনোলজির সরকারি চাকরিতে কোনো উল্লেখযোগ্য নিয়োগ নেই বললেই চলে। এছাড়া বিদ্যমান পলিটেকনিকসমূহ শক্তিশালিকরণ প্রকল্প, ২৩টি নতুন পলিটেকনিক স্থাপন প্রকল্প, সার্ভে ইন্সটিটিউট
প্রকল্প ও ৪টি মহিলা পলিটেকনিক স্থাপন প্রকল্পে নতুন আরও ২০টি ইমেজিং টেকনোলজি চালু হচ্ছে।
তাই দেশের চাকুরীর বাজারের উপর ভিত্তিকরে পলিটেকনিকসমূহে টেক্সটাইল, সিভিল, আর্কিটেকচার, সার্ভে, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেরিন, কেমিকেল, এয়ার ক্রাফট
মেইটেনেন্স, গ্লাস অ্যান্ড সিরামিক, লেদারসহ মোট ১২টি ইঞ্জিনিয়ারিং-এর প্রয়োজন রয়েছে।
বিশ্ব বাজারের উপযুক্ত দক্ষ প্রকৌশল ও প্রযুক্তিবিদ তৈরির জন্য ইমেজিং টেকনোলজিসমূহের পরিবর্তে প্রতিটি ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে একাধিক স্পেশালাইজেশন থাকতে হবে। এরই ধারাবাহিকতায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং- এর ক্ষেত্রে অ্যাপারেল ম্যানুফ্যাকচার, ফ্যাসন ও ডিজাইন, ইয়ার্ন ম্যানুফ্যাকচার, ফেব্রিক ম্যানুফ্যাকচার, গার্মেন্টস ডিজাইন ও প্যাটার্ন মেকিং, ওয়েট প্রসেসিং, জুট, মার্সেন্টাইজিং ও মার্কেটিং, টেক্সটাইল মেশিন ডিজাইন ও মেইনটেন্যান্স নামে ৯টি স্পেলাইজেশন চালু করা হচ্ছে ও ভবিষ্যতে নিটওয়্যার ম্যানুফ্যাকচার, সিল্ক, পলিমার সায়েন্স নামে আরও স্পেলাইজেশন চালু হবে।
তাই প্রতিটি মাদার ইঞ্জিনিয়ারিং-এর একাধিক স্পেশালাইজেশন থাকা প্রয়োজন। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিভিল ইমেজিং কন্সট্রাকশন, এনভারমেন্ট, উড প্রস্তাবিত ফার্নিচার, ষ্টাকচারিয়াল ডিজাইন, প্লাম্বিং, ট্রান্সপোর্টেশন, ডেকারেশন, জিওটেকনিক্যাল, বিল্ডিং এন্ড কনষ্ট্রাকশন ম্যানেজমেন্ট, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, রিয়েল এষ্টেট ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন। আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আর্কিটেকচার ইমেজিং আর্কিটকচার এন্ড ইন্টেরিয়ার ডিজাইন, প্রস্তাবিত আর্কিটেকচার আরবান এন্ড রিজিওনাল প্লানিং,আর্কিটেকচার এন্ড ইন্ডাষ্ট্রিয়াল ডিজাইন স্পেশালাইজেশন।
সার্ভে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সার্ভে ইমেজিং ল্যান্ড রিসোর্স এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স, ফটোগ্রাফি এন্ড ডিজিটাল ইমেজিং, ল্যান্ডস্কে আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ স্পেশালাইজেশন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মেকানিক্যাল, ইমেজিং মাইনিং এন্ড মাইন সার্ভেয়িং, পাওয়ার, ফ্রিজ এন্ড এয়ারকন্ডিশন, অটোমোবাইল, মেকাট্রনিক্স, প্রস্তাবিত প্লাষ্টিক এন্ড পলিমার, অটোমোবাইল ডিজাইন, অটোমোবাইল বডি বিল্ডিং, পাওয়ার প্লান্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ডিজাইন এন্ড ইনভেনশন, রেলওয়ে ট্রান্সপোর্টেশন, মেট্রালজিক্যাল, মেটাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন এন্ড ইন্ডাষ্ট্রিয়াল, রেলওয়ে বডি বিল্ডিং, ওয়েল্ডিং এন্ড শীট মেটাল, এগ্রো ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন।
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, অফসেট প্রিন্টিং, ইমেজিং কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি, ডাটা টেলিকমিনিউকেশন এন্ড নেটওয়ার্কিং, প্রস্তাবিত লাইব্রেরী এন্ড ইনফরমেশন, ডাটা টেলিকমিনিউকেশন, নেটওয়াকিং, সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট, ওয়েভ ডিজাইনিং, ই কমার্স, সাইবার সিকিউরিটি, কম্পিউটার হার্ডওয়্যার, অডিও অ্যান্ড সাউন্ড, ফ্লিম মেকিং অ্যান্ড এনিমেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, প্রিন্টিং অ্যান্ড ডিজাইন স্পেশালাইজেশন। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইমেজিং ইলেকট্রো মেডিকেল, টেলিকমিনিকিশন, ইন্সট্রুমেন্টশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল প্রস্তাবিত মাইক্রো ইলেকট্রনিক্স, সোলার, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, অটোমোশন এন্ড রোবটিক, পাওয়ার ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, রিনিউঅ্যাবেল অ্যান্ড গ্রিন এনার্জি স্পেশালাইজেশন চালু করা যেতে পারে। মেরিন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মেরিন, ইমেজিং শিপবিল্ডিং, বোট বিল্ডিং এন্ড রেসটোরেশন টেকনোলজি, ওসানোগ্রাফি, প্রস্তাবিত কোষ্টাল এরিয়া ম্যানেজমেন্ট, শিপবিল্ডিং এন্ড ডিজমান্টলিং, পোর্ট ম্যানেজমেন্ট, ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ট্রান্সপোর্টেশন, ইন্টার ন্যাশনাল ওয়াটার ওয়েজ ট্রান্সপোর্টেশন, শিপ আর্কিটেক, ফিসারিজ, মেরিন ল স্পেশালাইজেশন।
কেমিকেল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কেমিকেল, এগ্রিকালচার, লাইভষ্টক ইমেজিং ফুড, ফিসারিজ, প্রস্তাবিত ফুড এন্ড বায়োকেমিক্যাল, কেমিকেল এন্ড বায়োমোলিকোলার, পেট্রোলিয়াম, পেট্রো কেমিকেল, গ্যাস এন্ড এপ্লাইড পেট্রোলিয়াম, কেমিকেল সারেপেস কোটিং, ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন, ফুড বেকিং, ফুড এন্ড বেভারেজ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, টয়লেট্রিজ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, ক্লিন এন্ড ফার্নেস, ফার্টিলাইজার, রাবার, পেইন্ট, রিফাইনারি পেট্রোলিয়াম, পেপার এন্ড পেপার প্রোডাক্ট স্পেশালাইজেশন। এয়ার ক্রাফট মেইটেনেন্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইমেজিং এয়ার ক্রাফট মেইটেনেন্স (এরোস্পেস), এয়ার ক্রাফট মেইটেনেন্স (এভিয়েনিক্স), প্রস্তাবিত কার্গো এন্ড কুরিয়ার ম্যানেজমেন্ট, এয়ারলাইন এডমিনিষ্ট্রেশন, এয়ারলাইনস ম্যানেজমেন্ট, এয়ার ক্রাফট বডি বিল্ডিং, এরোনেটিক্যাল, এরোস্পেস ইলেকট্রনিক্স, এভিয়েশন এন্ড ট্রাভেল টুরিজম, এয়ার হোষ্টেজ স্পেশালাইজেশন।
লেদার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইমেজিং লেদার প্রোডাক্ট অ্যান্ড অ্যাকেসসরিজ, লেদার ফুটওয়্যার, প্রস্তাবিত লেদার ট্যানিং, লেদার মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট, লেদার ডিজাইন স্পেশালাইজেশন। গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে গ্লাস, সিরামিক, প্রস্তাবিত সিমেন্ট, মেলামাইন স্পেশালাইজেশন।
প্রস্তাবিত কার্যক্রম সম্পন্ন করতে হলে প্রাথমিক ভাবে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, উদাহরনস্বরুপ বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রো মেডিকেল ৩টি টেকনোলজি চালু রয়েছে এখানে টেকনোলজিসমূহ একিভুত করা হলে ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টর ও ক্রাফট ইন্সট্রাক্টর ও অন্যান্যদের পদ সম্বন্বয় করা সম্ভব হলেও চিফ ইন্সট্রাক্টর পদে যদি একাধিক থাকে তবে তাদের কিভাবে সমন্বয় করা হবে।
একই ভাবে ৩টি স্পেশালাইজেশনের জন্য প্রতিটি স্পেশালাইজেশনে ২০জন করে ড্রপ আউট ও ৪র্থ সেমিস্টারের পর উচ্চ শিক্ষার সুযোগ রেখে মোট ৯০জন শিক্ষার্থী ভর্তির কোটা রাখতে হবে এবং ৪র্থ সেমিস্টারের বোর্ড পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্পেশালাইজেশন নির্বাচনের সুযোগ প্রদান করতে হবে।
প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিটি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কমপক্ষে ২টি করে স্পেশালাইজেশন বরাদ্দ দিতে হবে। এ সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে। প্রস্তাবিত শিক্ষাক্রমটি দুই ভাগে বিভক্ত হবে এর মধ্যে ১ম ও ২য় বছর অর্থাৎ ১ম থেকে ৪র্থ সেমিষ্টার পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কিল ৪টি বিষয়ে ১০ ক্রেডিট, বিজ্ঞান ও গনিত স্কিল ৮টি বিষয়ে ২৯ ক্রেডিট, কোর টেকনোলজি স্কিল, মাদার টেকনোলজি স্কিল এর বিষয়সমূহ থাকবে, যা এইচএসসি সমমানের সনদ প্রদান করা হবে এবং এ সনদের মাধ্যমে একজন শিক্ষার্থী কারিগরি স্নাতকসহ ডিগ্রি পর্যায়ে ভর্তি হওয়ার সুযোগ লাভ করবে।
৩য় ও ৪র্থ বছর অর্থাৎ ৫ম থেকে ৭ম সেমিষ্টার পর্যন্ত স্পেশালাইজেশন টেকনোলজি স্কিল, রিলেটেড ইঞ্জিনিয়ারিং (ইঞ্জিনিয়ারিং ড্রইং ১ম পর্বে) স্কিল ৬টি বিষয় ১৬ ক্রেডিট, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্কিল ৪টি বিষয় ৯ ক্রেডিট থাকবে ও ৮ম পর্বে বাস্তব প্রশিক্ষণ থাকবে এবং কারিগরি ডিপ্লোমা সনদ প্রাপ্ত হবে। মাদার টেকনোলজির (মুল ইঞ্জিনিয়ারিং) ৪টি পেশা / বিষয়ে ৩টি করে পত্র ১২টি বিষয় (টেকনোলজি-১, ২, ৩ ও ৪ প্রতিটির ৩টি পত্র) ৪৮ ক্রেডিট, কোর টেকনোলজির ৩টি পেশা / বিষয় (টেকনোলজি- ১, ২ ও ৩ প্রতিটির ১টি পত্র) ১২ ক্রেডিট, স্পেশালাইজেশন টেকনোলজির ) ৪টি পেশা / বিষয়ে ৩টি করে পত্র ১২টি বিষয় (টেকনোলজি-১, ২, ৩ ও ৪ প্রতিটির ৩টি পত্র) ৪৮ ক্রেডিট। কারিগরি ডিপ্লোমা শিক্ষাক্রম সাধারণ শিক্ষা এবং NTQVF লেবেল এর Nsc-১ থেকে Nsc-৬ মান সমন্বয়ে গঠিত। তাই টেকনোলজি (মাদার / স্পেলাইজেশন / কোর) (প্রথম পত্র) বিষয়ে বোর্ড র্নিধারিত NTQVF লেবেল এর Nsc-২ সমমান। টেকনোলজি (মাদার / স্পেলাইজেশন) (দ্বিতীয় পত্র) বিষয়ে NTQVF লেবেল এর Nsc-৪ সমমান ও টেকনোলজি (মাদার / স্পেলাইজেশন) (তৃতীয় পত্র) বিষয়ে NTQVF লেবেল এর Nsc-৬ সমমান সনদ প্রদান করা যেতে পারে। মাদার টেকনোলজির, স্পেশালাইজেশন টেকনোলজির ও কোর টেকনোলজির বিষয়সমূহের সিলেবাস NTQVF এর পেশার আদলে তৈরি করতে হবে। উদাহরস্বরুপ সিভিল ইঞ্জিনিয়ারিং-এর সকল স্পেলাইজেশনের জন্য মাদার টেকনোলজির পেশা/বিষয় হিসাবে মেশন, রড় বাইন্ডিং, সিভিল ড্রাফটিং অ্যান্ড ডিজাইন, টাইলস ওয়ার্কস এই ৪টি পেশা/বিষয় সকল স্পেলাইজেশনে থাকবে।
কোর টেকনোলজির পেশা/বিষয় হিসাবে মেসিন শপ প্রাকটিস, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেইনেন্স, ইলেকট্রিক্যাল ইন্সটেলেশন অ্যান্ড মেনটেইনেন্স (হাউজওয়ারিং) ৩টি পেশা/ বিষয় সকল ইঞ্জিনিয়ারিং-এ থাকবে।
এছাড়া জেনারেল স্পেলাইজেশনে রিগিং (রিগার পাইলিং ও রিগার ইরেশন) রোড অ্যান্ড রানওয়ে, প্লান্ট অ্যান্ড মেশিনারী, সিভিল অটোক্যাড এই ৪টি পেশা/বিষয় থাকবে। ষ্টাকচারিয়াল ডিজাইন স্পেলাইজেশনে ফায়ার প্রটেকশন সিস্টেম ডিজাইন, সিভিল অটোক্যাড, ওয়েস্ট ওয়াটার সিস্টেম ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন অ্যান্ড ড্রাফটিং এই ৪টি পেশা/বিষয় থাকবে। প্লাম্বিং স্পেলাইজেশনে প্লাম্বিং ডিজাইন অ্যান্ড ড্রাফটিং, বাথরুম অ্যান্ড কিচেন ডিজাইন, প্লাম্বিং পাইপলাইন ও ওয়েল্ডার, মিউনিসিপ্যালিটি ওয়াটার অ্যান্ড সুয়ারেজ এই ৪টি পেশা/বিষয় থাকবে। ডেকারেশন স্পেলাইজেশনে এ্যালুমিনিয়াম ফেব্রিকেশন, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ড্রাফটিং, কনষ্ট্রাকশন পেইন্টিং, ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ফিনিশড (ফলস সিলিং, ড্রাইওয়াল ইন্সটেলর ও ফ্যাসাড ইন্সটেলর) এই ৪টি পেশা/বিষয় থাকবে। ট্রান্সপোর্টেশন স্পেলাইজেশনে রিগিং ( রিগার পাইলিং ও রিগার ইরেশন), অটোমোবাইল রোড ট্রান্সপোর্টেশন (ড্রাইভিং), স্ক্যাফোল্ডিং, রোড অ্যান্ড রানওয়ে এই ৪টি পেশা/বিষয় থাকবে। কন্সট্রাকশন স্পেলাইজেশনে এ্যালুমিনিয়াম ফেব্রিকেশন, স্ক্যাফোল্ডিং, প্লান্ট অ্যান্ড মেশিনারী, রিগিং ( রিগার পাইলিং ও রিগার ইরেশন) এই ৪টি পেশা/বিষয় থাকবে। এনভারমেন্ট স্পেলাইজেশনে রিনিউএ্যাবেল এনার্জি, গ্রিন বিল্ডিংস, এনভারমেন্ট হেলথ অ্যান্ড সেফটি, ওয়াটার অ্যান্ড ওয়েষ্ট ওয়াটার ম্যানেজমেন্ট এই ৪টি পেশা/বিষয় থাকবে।
উড স্পেলাইজেশনে উডেন ফার্নিচার মেকিং, ডোর অ্যান্ড উইন্ডো মেকিং উইথ CNC, উড সিজনিং, ডিজাইন অ্যান্ড ফেব্রিকেশন অব ফার্নিচার এই ৪টি স্পেলাইজেশন পেশা/বিষয় থাকবে। চাকুরীর বাজারে ইমেজিং টেকনোলজিসমূহের শিক্ষার্থীদের সুরক্ষা প্রদান করার জন্য সরকারি চাকুরীর নিয়োগের ক্ষেত্রে ১২টি ইঞ্জিনিয়ারিং-এ বিজ্ঞাপনে প্রকাশ করা যেতে পারে, ফলে দেশে বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে।
প্রকৌশলী রিপন কুমার দাস ,ট্রেড ইন্সট্রাক্টর ,ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়,পটুয়াখালী।
Discussion about this post