অনলাইন ডেস্ক
১৯৭১ সালে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জেনোসাইড গবেষণার অন্যতম শীর্ষ আন্তর্জাতিক সংস্থা ‘জেনোসাইড ওয়াচ’।
বাংলাদেশের ওপর পাকিস্তানি সামরিক বাহিনীর নজিরবিহীন এই বর্বরতার ৫০ বছর পূর্তিতে জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা সভাপতি জর্জ এইচ স্ট্যানটন বৃহম্পতিবার তাদের ওয়েবসাইটে এই ঘোষণা দিইয়েছে।
২৩ বছর ধরে পাকিস্তানিদের শোষণ বঞ্চনার ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের কথা তুলে ধরে ঘোষণায় বলা হয়, জেনোসাইড ওয়াচ এই স্বীকৃতি দিচ্ছে যে, পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালিদের ওপর যেসব অপরাধ করেছে, তার মধ্যে ছিল ‘জোনোসাইড, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ’।
এবার এইসব অপরাধ ও জেনোসাইডের ঘটনাকে আন্তর্জাতিকভাবে স্বীকার করে নিতে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাসের আহ্বান জানিয়েছে জেনোসাইড ওয়াচ।
এছাড়া ৫০ বছর আগের ১৯৭১ সালের ঘটনার জন্য বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান এসেছে জেনসাইড ওয়াচের ঘোষণায়।
এই স্বীকৃতির জন্য ২০২১ সালের ডিসেম্বরে জেনোসাইড ওয়াচের কাছে আবেদন করেছিলেন শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে প্রখ্যাত গবেষক তৌহিদ রেজা নূর। তিনি দীর্ঘদিন একাত্তরের জেনসাইডের স্বীকৃতি অর্জনে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন।
তৌহিদ রেজা নূর গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত জেনোসাইডের এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জাতির জন্য একটি বড় অর্জন। এর সাথে জড়িত থাকতে পেরে আমি গর্বিত।”
Discussion about this post