নিজস্ব প্রতিবেদক
সরকারি কলেজ শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মঙ্গলবার (২ জুন) নীতিমালাটি প্রকাশ করা হয়।
নীতিমালায় তিন ধাপে সরকারি কলেজ শিক্ষকদের বদলির আবেদন নেয়ার কথা বলা হয়েছে। এজন্য প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকদের পৃথক পৃথক অনলাইনে বদলি আবেদন করার সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। নির্ধারিত মাসের ১৫ তারিখের মধ্যে বদলির আবেদন করতে হবে সরকারি কলেজ শিক্ষকদের।
এছাড়া সারাদেশের সরকারি কলেজ শিক্ষকদের বদলির সুপারিশ প্রণয়ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিবের সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি শিক্ষকদের বদলির সুপারিশ।
এদিকে রাজধানী ঢাকা সহ সকল বিভাগীয় শহরে শিক্ষকদের বদলির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালকের সভাপতিত্বে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ঢাকা মহানগরীসহ বিভাগীয় শহরগুলোতে শিক্ষকদের বদলির সুপারিশ প্রণয়ন করবেন।
এছাড়া অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে পদায়নের জন্য সুপারিশ প্রণয়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে।নিচে প্রজ্ঞাপন দেয়া হলো-
Discussion about this post