নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র শরীয়াহ্ সুপারভাইজারি কমিটির নতুন চেয়ারম্যান মনোনীত হলেন প্রখ্যাত আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতিমান ইসলামিক স্কলার, বক্তা, গবেষক ও লেখক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার। তিনি বায়তুশ শরফের মরহুম পীর মাওলানা কুতুব উদ্দীনের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (১০ জুন) ইসলামী ব্যাংকের শরীয়াহ্ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নতুন চেয়ারম্যান মনোনীত হন তিনি।
ড. গিয়াস উদ্দিন তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট এলাকার ডা. মুসলিম উদ্দিন তালুকদারের পুত্র। তাঁর বাবা ডা. মুসলিম উদ্দিন তালুকদার রাঙ্গুনিয়া উপজেলার আলম শাহ পাড়া আলিয়া মাদরাসার সহ-সভাপতি হিসেবে দায়িত্বে পালন করেছিলেন। তিনি দীর্ঘদিন হোমিওপ্যাথি চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে মানবসেবায় অবদান রেখেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, এটি বিশাল মর্যাদাপূর্ণ দায়িত্ব। এই মহান দায়িত্ব পালনের যোগ্যতা ও অভিজ্ঞতা আমার নেই। কর্তৃপক্ষ আমার ওপর যে আস্থা রেখেছে আমি যাতে দায়িত্ব যথাযথভাবে পালন করে ইসলামী ব্যাংকে শরীয়াহ্ মোতাবেক পরিচালনা করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।’
তিনি আরো বলেন, বিভিন্ন ইসলামী ব্যাংকসহ সকল ব্যাংক পরিচালনায় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক যে দিক-নির্দেশনা ও সহযোগিতা অব্যাহত রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ইসলামী ব্যাংকের শরীয়াহ্ বোর্ডের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
Discussion about this post