নিজস্ব প্রতিবেদক
শিক্ষা ক্যাডারের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতিসহ অন্যান্য কাজ পরিচালনায় ব্যক্তিগত পিডিএস ও বিষয় ভিত্তিক শূন্যপদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তথ্য হালনাগাদ করার ব্যবস্থা নিতে বলা হয়েছে সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের। কর্মকর্তাদের পিডিএস হালনাগাদ না থাকায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন কাজে জটিলতা সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর।
রোববার (২১ জুন) অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও অন্যান্য কাজ চলমান থাকায় ব্যক্তিগত পিডিএস, বিষয় ভিত্তিক শূন্য ও সৃষ্ট পদের এবং ইনসিটু বা সংযুক্ত পদের বিপরীতে কর্মকর্তাদের তথ্য হালনাগাদ থাকা জরুরি।
তাই আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পিডিএস হালনাগাদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রতিষ্ঠানের প্রধানদের। একই সাথে বিষয় ভিত্তিক শূন্য ও সৃষ্ট পদের এবং ইনসিটু বা সংযুক্ত পদের বিপরীতে কর্মকর্তাদের তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। তথ্য হালনাগাদ না করার জন্য সৃষ্ট যে কোন জটিলতার জন্য প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
Discussion about this post