নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের মৃত্যু হয়েছে। আার আক্রান্ত হয়েছেন ৩১৮ জন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী। এছাড়া ৪৮ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে গতকাল সোমবারই (২২ জুন) মারা গেছেন প্রাথমিকের দুই শিক্ষক।
মঙ্গলবার (২৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে। অবশ্য আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক বলে দাবি প্রাথমিক শিক্ষক নেতাদের। তারা জানান, অনেকে সামাজিক ভীতির কারণে চুপচাপ থাকছেন, পরীক্ষা করছেন না। এ কারণে প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না।
ডিপিই’র তথ্য মতে, প্রাথমিকের ২৭ জন শিক্ষক, ৩৬ কর্মকর্তা, ২২ কর্মচারী এবং ১৩ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচ শিক্ষক ও এক কর্মকর্তা মারা গেছেন। এ পর্যন্ত ৪৮ জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে ৩৪ জন শিক্ষক, পাাঁচ কর্মকর্তা, দুই কর্মচারী ও ৭ জন শিক্ষার্থী।
আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ২৪, চট্টগ্রামে ৮৬, খুলনায় ১০, বরিশালে ১৮, সিলেটে ৩৪, রংপুরে ১৭ ও ময়মনসিংহে ১১ জন রয়েছেন। আক্রান্ত শিক্ষকদের মধ্যে অন্তত ৫০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারা নানাভাবে চিকিৎসা নিচ্ছেন। অনেকের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি। প্রায় পাঁচ শতাধিক শিক্ষক আক্রান্ত রয়েছেন। অনেকে করোনা পরীক্ষা করাচ্ছেন না। অনেকে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সামাজিক হয়রানির ভয়ে বাইরে যাচ্ছেন না বলেও জানান তিনি।
এ ব্যাপারে ডিপিই’র মহাপরিচালক মো. ফসিউল্লাহবলেন, প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কেউ করোনায় আক্রান্ত হলে তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটে যুক্ত করা হচ্ছে। তাদের চিকিৎসায় সার্বিক সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post