নিজস্ব প্রতিবেদক
বিকাশ কিংবা নগদ নয় নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে যাবে ননএমপিও শিক্ষকদের বিশেষ অনুদানের টাকা। জেলা প্রশাসকদের অফিস থেকে জেলা শিক্ষা অফিসে পাঠানো চিঠিতে এমন কথাই বলা হয়েছে। ৩০ জুনের মধ্যেই শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরসহ তালিকা পাঠাতে বলা হয়েছে। কিন্তু অনেক ননএমপিও শিক্ষক-কর্মচারী বলছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই। একবারে শেষ সময় শিক্ষা অফিস থেকে খবর পেয়েছেন অ্যাকাউন্টসহ তালিকার কিন্ত ৩০ জুন ব্যাংকগুলোর অতি ব্যস্ততার দিন। আজ ১ জুলাই ব্যাংক হলিডে। সেক্ষেত্রে কয়েকদিন সময় বাড়িয়ে দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা।
করোনাকালে লক্ষাধিক নন এমপিও শিক্ষক-কর্মচারীদের বিতরণের জন্য জরুরি ৪৬ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ টাকা ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর মধ্যে বিতরণ করা হবে। আর জুন মাসেই জেলা প্রশাসকরা ব্যাংক অ্যাকাউন্ট বা চেকের মাধ্যমে এ টাকা শিক্ষকদের বিতরণ করার কথা। প্রতি জন শিক্ষক ৫ হাজার টাকা এবং প্রতি জন কর্মচারী ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান খাত থেকে ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন শিক্ষক-কর্মচারীকে জেলা প্রশাসনের মাধ্যমে অনুদানের টাকা দেয়া হবে।
মঙ্গলবার (৩০ জুন) বেশ কয়েকটি জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রশাসনের কর্মকর্তারা বলেন, চেক বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান বিতরনের নির্দেশনা দেয়া হয়েছিল। তাই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টসহ তালিকা চাওয়া হয়েছে। অ্যাকাউন্ট না থাকলে খুলতে বলা হয়েছে। তাদের অ্যাকাউন্টে অনুদানের টাকা দেয়া হবে।
গত ২৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস রিলিজে বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তালিকাভুক্ত ইআইআইএন নম্বরধারী ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বিশাল সংখ্যক শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্যাদি সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করা হয়। স্থানীয় প্রাশাসনের মাধ্যমে নামের তালিকা যাচাই-বাছাই করা হয়। সেই তালিকার ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর “বিশেষ অনুদান” খাত থেকে প্রাপ্ত টাকা জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট ননএমপিও শিক্ষক-কর্মচারীদের চেক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চলতি জুন মাসের মধ্যেই বিতরণ করবেন। জেলা প্রশাসকদের মাধ্যমে ব্যানবেইসের তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ননএমপিও শিক্ষকের তথ্য সংগ্রহ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
Discussion about this post