নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষায় প্রশিক্ষণের সর্বোচ্চ পুরস্কার ‘‘ডিজি অ্যাওয়ার্ড’’ পেয়েছেন নোয়াখালী সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুহীউদ্দীন। বুনিয়াদি প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহ এর মহাপরিচালকের পক্ষ থেকে এই পুরস্কার দেয়া হয়।
গত ২৫ ফেব্রুয়ারি নেপ, ময়মনসিংহে ২ মাস ব্যাপী এই ট্রেনিং শুরু হয়। ২৪ মার্চ এই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার কারণে ৬ দিন বাকী থাকতেই ১৬ মার্চ ট্রেনিং বন্ধ হয়ে যায়। এরপর বাকী কার্যক্রম অনলাইনে শেষ করে গতকাল মঙ্গলবার রাতে এক ভার্চুয়াল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এর মহাপরিচালক মোঃ শাহ আলম (অতিরিক্ত সচিব) প্রশিক্ষণের ফলাফল ঘোষণা করেন।
মুহীউদ্দীনের এই সাফল্যে প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক ও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। মুহীউদ্দীন দীর্ঘদিন ধরে নোয়াখালী সদর উপজেলার চরাঞ্চলে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
Discussion about this post