নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনি উপজেলার সরকারি শেখ হাসিনা একাডেমি ও উইমেন্স কলেজের ৩৭ জন শিক্ষককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই সাথে এডহক নিয়োগপ্রাপ্ত ৩৭ প্রভাষকের তালিকা প্রকাশ করা হয়েছে।
‘জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০০০” এর বিধি-৩ এবং ৫ অনুযায়ী ৩৭ জন প্রভাষককে অ্যাডহক ভিত্তিতে কলেজ সরকারিকরণের তারিখ থেকে নিয়োগ দেয়া হয়েছে। শেখ হাসিনা একাডেমি ও উইমেন্স কলেজ ২০১৫ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বর সরকারি করা হয়।
এছাড়া ‘‘জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী আত্মীকরণ বিধিমালা, ২০০০” এর বিধি-৬ এ বর্ণিত বিধান মোতাবেক শারীরিক সুস্থতা ও প্রাক চরিত্র সম্পর্কে কর্তৃপক্ষের সন্তোষজনক রিপোর্ট এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রভাষকদের চাকরি যথাযথ প্রক্রিয়ায় নিয়মিত করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
Discussion about this post