নিজস্ব প্রতিবেদক
দেশের যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা চলতি দায়িত্বে রয়েছেন তাদের জুলাই মাসের মধ্যেই স্থায়ী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এটি বাস্তবায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
সোমবার (৬ জুলাই) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।
মো. ফসিউল্লাহ বলেন, আমরা অনেক প্রধান শিক্ষককে চলতি দায়িত্ব দিয়ে রেখেছি। চলতি মাসের মধ্যেই তাদের চূড়ানন্তভাবে নিয়োগ দিতে চাচ্ছি। চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকদের এসিআরসহ আরও কিছু কাগজপত্র অধিদপ্তরে চলে আসলে আমরা একটা একটা জেলা ধরে শিক্ষকদের স্থায়ীভাবে নিয়োগ দিয়ে দিব।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের শূন্য পদের বিপরীতে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার কাজ চলছে জানিয়ে মো. ফসিউল্লাহ বলেন, করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই সাথে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শূন্য আসনের বিপরীতে প্রধান শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াও শুরু করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৮ হাজার শিক্ষক প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালন করছেন। এছাড়া আরো ২০ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষকরা বলছেন, দ্রুত চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের স্থায়ীকরণের প্রক্রিয়া শেষ করা হোক।
এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. শামছুদ্দীন মাসুদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদোন্নতি দেয়া হোক। কেননা চলতি দায়িত্ব কোন দায়িত্বই না। এটি নিঃসন্দেহে একটি ভাল খবর। তবে এই প্রক্রিয়া যেন দ্রুত শেষ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই প্রক্রিয়া যেন থেমে না থাকে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের শূন্য পদগুলোতেও দ্রুত সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষকের যে শূন্য আসন রয়েছে সেটি পূরণ করারও দাবি জানান তিনি।
Discussion about this post