নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষকদের ঈদবোনাস ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে প্রদানসহ মুজিববর্ষেই সকল শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে জাতীয়করণের দাবি জানানো হয়েছে। রোববার(৫জুলাই) বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
তাদের দাবি, এমপিওভুক্ত শিক্ষকরা বিভিন্নভাবে বেতন বৈষম্যের শিকার। ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা দীর্ঘ ৭ বছরেও পরিবর্তন হয়নি। এমপিওভুক্ত শিক্ষকরা সরকারিভাবে মাত্র ১২ হাজার ৫০০ টাকা বেতন পেয়ে থাকেন যা দিয়ে তাদের জীবন আর চলছে না। কলেজ শিক্ষকরা দীর্ঘ ১০ বছর চাকরি করে ৮ম গ্রেডে গেলে মাত্র ১০০০ টাকা বর্ধিত বেতন পেয়ে থাকেন; যা নিয়ে শিক্ষক সমাজে ক্ষোভ ও অসন্তোষ রয়েছে।
বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত ৪% কর্তন করা হলেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা বিভিন্নভাবে হয়রানির শিকার। তারা অবসরকালীন সময়ে ঠিকমত চেক পাচ্ছে না। তাই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড বিলুপ্ত করে সরকারি পেনশন ব্যবস্থা চালু করার অনুরোধ জানান তারা।
শিক্ষকদের মতে, এমপিওভুক্তি কোনো ভাল প্রক্রিয়া নয়। এতে শিক্ষকদের ভোগান্তি আরও বেড়ে যায়, বেতন বৈষম্যের শিকার হন শিক্ষক-কর্মচারীরা এবং শিক্ষার প্রতিটি ক্ষেত্রে ঘুষ দিয়ে এমপিওভুক্তি হতে হয়। তাই এমপিওভুক্তির টাকা দিয়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় সরকারি কোষাগারে ফেরত নিয়ে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে একসাথে জাতীয়করণ ঘোষণা করা সম্ভব। আর সেটা “মুজিববর্ষেই” ঘোষণা করলে “মুজিববর্ষ” আরো আলোকিত হবে এবং একটি নতুন ইতিহাস সৃষ্টি হবে বলে মনে করেন তারা।
Discussion about this post