নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেছেন, ছাত্র ও শিক্ষকদের কল্যাণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কাজ করে যাচ্ছে। আমাদের ডিগ্রি এবং অনার্স-মাস্টার্স কলেজগুলোর নন-এমপিও শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (১০ জুলাই) অনলাইন মাধ্যমে যোগাযোগ করলে এসব কথা বলেন উপাচার্য।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষকদের কোনো ডাটাবেজ নেই। তাদের তথ্য সংগ্রহের জন্য আমরা একটি ডাটাবেজ করার উদ্যোগ নিয়েছি। কলেজগুলোর অধ্যক্ষদের কাছে চিঠি পাঠানো হয়েছে তারা তথ্য পাঠাবেন। আমরা দেখছি তাদের জন্য কি করা যেতে পারে।
শিক্ষকদের জন্য অনুদান দেয়া হবে কি না জানতে চাইলে তিনি আরও বলেন, এখনই কিছু বলতে পারছি না। তবে তাদের কল্যাণের জন্য যতটুকু সম্ভব আমরা কাজ করে যাব। তাদের জন্য ভালো কিছু করা হবে বলে আমরা আশাবাদী।
উপাচার্য আরও বলেন, আমরা আড়াই হাজার শিক্ষকের একটি ডাটাবেজ তৈরি করব। যেখানে কোন কলেজগুলো কোন কোন সাবজেক্টে অনার্স কোর্স করাচ্ছে তার সুস্পষ্ট তথ্য উল্লেখ করা থাকবে। আর কলেজগুলোকে তাদের নিজস্ব ওয়েবসাইট আপডেট করতে বলবো। পুরো ব্যাপারটাই আমরা একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি।
Discussion about this post