অনলাইন ডেস্ক
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন। আর সেটি পাথর ও লোহার লডের অদ্ভুত সমন্বয়ের মাধ্যমে স্ট্যান্ড বানিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছেন। জানা গেছে, করোনায় বন্ধ থাকা শিক্ষার্থীদের কাছে ক্লাসের পড়া বুঝিয়ে দিতে তার এই উদ্যোগ।
ছবিটি শেয়ার করে মন্ত্রী লিখেছেন, ‘আসুন এই শিক্ষকদেরকে শ্রদ্ধা জানাই যারা এভাবেও অনলাইন ক্লাস নিচ্ছেন। এটি ছাত্র ছাত্রীদের প্রতি ভালোবাসার একটি অনন্য উদাহরণ। অন্যদিকে এটিও প্রমাণিত যে ইচ্ছা থাকলে উপায় হয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের বক্তব্যের সঙ্গে অনেকে একমত পোষণ করছেন।
গত ১৭ মার্চ থেকে করোনায় স্কুল কলেজ বন্ধ। তাই বলে থেমে নেই পড়াশোনা। অনেকদিন শিক্ষার্থীরা বসেই ছিল। তারপরেই শুরু করতে হয় পড়াশোনা। তবে স্কুল কলেজে গিয়ে নয়, পড়াশোনা করতে হচ্ছে অনলাইনে। কিন্তু অনলাইনে ক্লাস কীভাবে নিচ্ছেন শিক্ষকেরা, কেমনইবা ত্যাগ স্বীকার করতে হচ্ছে এ কথা হয়তো শিক্ষার্থীরা ভাবছে না।
Discussion about this post