নিজস্ব প্রতিবেদক
শিক্ষকদের এমপিও জটিলতা নিরসনে কলেজগুলোর প্রধানদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর। গত বৃহস্পতিবার(১৬জুলাই) রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়।
এতে শিক্ষকদের নাম, জন্মতারিখ, ইনডেক্স নম্বর, আগের প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও নাম এবং বর্তমান প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও নাম পূরণ করে এক্সেল ও পিডিএফ ফরমেটে ই-মেইলে অধিদফতরে পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠানপ্রধানদের।
আগামী ২৩ জুলাইয়ের মধ্যে ই-মেইলে (info.mpo.dshe@gmail.com) এসব তথ্য পাঠাতে হবে।
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, মাদরাসা শিক্ষা অধিদফতর এবং কারিগরি শিক্ষা অধিদফতরের এমপিও ডাটাবেজ আলাদা। এ কারণে আগে যারা মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ছিলেন তাদের তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। ফলে জটিলতা তৈরি হয়।
Discussion about this post