নিজস্ব প্রতিবেদক
মাদরাসা শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষাগুলোর পরীক্ষক, নিরিক্ষক, প্রশ্ন মডারেটরসহ দায়িত্বপালনকারী শিক্ষকদের সম্মানীর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। মাত্র ১০০ টাকা জমা দিয়ে এমপিওভুক্ত এসব শিক্ষক সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর ২০ টাকা ভ্যাটের বিনিময়ে শিক্ষকদের সম্মানী যার যার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। চেকের মাধ্যমে আর সম্মানীর টাকা দেয়া হবে না।
আর সম্মানী টাকা পাঠাতে ২০১৮ খ্রিষ্টাব্দের জেডিসি, ২০১৯ খ্রিষ্টাব্দের জেডিসি ও ২০২০ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার দায়িত্বপালনকারী শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। এসব তথ্য জানিয়ে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
যেসব পরীক্ষক ১৩ ডিজিট সম্পন্ন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এখনো বোর্ডে পাঠাননি, তাদের তথ্য বোর্ডে পাঠাতে বলা হয়েছে। প্রয়োজনে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নম্বর বোর্ডে পাঠাতে হবে। তবে যাদের ইতিমধ্যেই সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের নির্ধারিত ছকে অ্যাকাউন্ট নাম্বার পূরণ করে পাঠাতে হবে। পরীক্ষকদের তথ্য পাঠাতে একটি নির্ধারিত ফরম প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
সম্মানিত পাঠকদের জন্য বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো। বিস্তারিত প্রক্রিয়া জানতে ক্লিক করুন।
Discussion about this post