নিজস্ব প্রতিবেদক
জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা টাইম স্কেল ও জ্যেষ্ঠতা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে যাচ্ছেন। রোববার তারা দেশের ৬৪ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন। জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের ব্যানারে এ কর্মসূচি দেয়া হয়েছে।
শিক্ষকদের আন্দোলনের প্রধান দাবি সম্পর্কে মহাজোটের সমন্বয়ক আমিনুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরিকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতার বিষয়ে ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে তা প্রত্যাহার করতে হবে।
এছাড়া তাদের পদোন্নতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে। সিলেকশন গ্রেড নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এসব সমস্যার সমাধান চান তারা।
প্রাথমিক শিক্ষক নেতারা জানিয়েছেন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়ার পর ১০ সেপ্টেম্বর পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এরমধ্যে সুরাহা না হলে ১৭ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন তারা।
Discussion about this post