নিজস্ব প্রতিবেদক
অবশেষে অব্যাহতি দেয়া হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির দায়ে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে। জাতির জনক ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিসহ নানা ঘটনায় শাস্তির এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাবির সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই শিক্ষকের বিরুদ্ধে জাতির জনক মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রমাণ আগেই মিলেছে। অ্যাটর্নি জেনারেল সংবিধান লংঘনের প্রমাণ তুলে ধরে চাকরিচ্যুতি সুপারিশও করেছেন আগেই। সেই সুপারিশসহ আজ সিন্ডিকেট সভায় উঠলে তা অনুমোদিত হয়। অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আর ঢাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতে পারবেন না।
Discussion about this post