নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের চাকরি সরকারিকরণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরকলিপি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতারা। সরকরিকরণের দাবি-দাওয়া তুলে ধরতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ চেয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন সমিতির নেতারা।
শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী ও ভারপ্রাপ্ত মহাসিচিব মো. ফরিদুল ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বেসরকারি শিক্ষকরা ৯৫ শতাংশ শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন। মুজিববর্ষেই প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের চাকরি সরকারিকরণের ঘোষণা দেবেন বলে আশা করছেন শিক্ষকরা। তাদের পরিবারও অধীর আগ্রহে এ ঘোষণার অপেক্ষায় আছেন।
স্মারকলিপিতে শিক্ষক সমাজের মর্যাদা দেয়ার পদক্ষেপ গ্রহণ, চাকরি সরকারিকরণের ক্ষেত্রে পরামর্শ ও প্রতিষ্ঠানের যাবতীয় অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার ব্যপারে সরকারকে সাহায্য ও সহযোগিতা করতে বাংলাদেশে শিক্ষক সমিতির নেতারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা করেন।
Discussion about this post