নিজস্ব প্রতিবেদক
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটির) মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে কাজ চলছে। এ বিষয়ে জানতে চাইলে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বলেছেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটির) মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে কাজ চলছে। একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটি শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে। শিক্ষকদের বেতন ভাতা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হবে না। ইএফটির মাধ্যমেই বেতন পাবেন শিক্ষকরা।
ব্যানবেইস থেকে শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে শিক্ষকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে তথ্য চাওয়া হয়েছে। শিক্ষকদের কেউ কেউ ধারনা করছেন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতা পাঠানো হবে। শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমেই দেয়া হবে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত সচিব।
তিনি আরও বলেন, ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতনভাতা দেয়া নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানোর কোন পরিকল্পনা নেই।
Discussion about this post