নিজস্ব প্রতিবেদক
আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্যানেল প্রত্যাশীরা। আজ সোমবার (১৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
একই দাবিতে প্যানেল প্রত্যাশীরা গত ৯ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। এদিকে, আজ প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপিও দিয়েছেন তারা।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অবস্থান কর্মসুচি পালন করেছিলেন তারা। তাদের দাবি, ২০১৮ সালের নিয়মিত শিক্ষক বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করেন ১৮ লাখ ৮৬ হাজার ৯২৭ জন। ২০১৯ সালে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট উত্তীর্ণ হন ৫৫ হাজার ২৯৫ জন। শূন্যপদ বাকি রেখেই নিয়োগ দেওয়া হয় ১৮ হাজার ১৪৭ জনকে। উত্তীর্ণ ৩৭ হাজার ১৪৮ জন প্যানেলভুক্তির অপেক্ষায় থাকলেও তাদের বিষয়ে কোনও বিবেচনা করা হয়নি। প্যানেলের মাধ্যমে তাদের নিয়োগের দাবি জানায় তারা।
Discussion about this post