নিজস্ব প্রতিবেদক
স্কুল কলেজের ৪ হাজার ৬৫৩ জন শিক্ষক কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। এদের মধ্যে স্কুলের ৪ হাজার ৬২২ জন এবং কলেজের ৩১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় এসব শিক্ষকদের সিদ্ধান্ত হয়।
এতে সভাপতিত্ব করে অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।
স্কুলের ৪ হাজার ৬২২ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩০৯ জন, চট্টগ্রাম অঞ্চলের ৪৭২ জন, কুমিল্লা অঞ্চলের ১৬২ জন, ঢাকা অঞ্চলের ৫৫৪ জন, খুলনা অঞ্চলের ৭৫৮ জন, ময়মনসিংহ অঞ্চলের ৪৪২ জন, রাজশাহী অঞ্চলের ৬৭৩ জন, রংপুর অঞ্চলের ৯৮০ জন এবং সিলেট অঞ্চলের ২৭১ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।
অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৩১ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫ জন, চট্টগ্রাম ৪ জন, কুমিল্লা অঞ্চলের ৩জন, ঢাকা অঞ্চলের ৬ জন, খুলনা অঞ্চলের ১০ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
Discussion about this post