নিজস্ব প্রতিবেদক
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ। তিনি অধ্যাপক মু. জিয়াউল হকের স্থলাভিষক্ত হবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব ড. শ্রীকান্ত কুমার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৯ শে মার্চ বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হককে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।
প্রফেসর নেহাল আহমেদ ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। এর আগে প্রফেসর নেহাল আহমেদ একই কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।
Discussion about this post